কোমর ব্যথা বাংলাদেশের সবচেয়ে সাধারণ ব্যথাজনিত সমস্যাগুলোর একটি। এটি হঠাৎ ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে বসা বা দীর্ঘক্ষণ একভাবে কাজ করার কারণে শুরু হতে পারে। তবে অনেক সময় এই ব্যথার পেছনে স্লিপড ডিস্ক, সায়াটিকা বা কোমরের জয়েন্টের ক্ষয়ও দায়ী।
সাধারণত কোমরের পেশি ও হাড়ের মাঝে ভারসাম্য নষ্ট হলে ব্যথা দেখা দেয়। কখনো ব্যথা পায়ে নেমে যায় বা হাটতে কষ্ট হয়—যেটা স্নায়ুবিক সমস্যার ইঙ্গিত হতে পারে।
আমি কোমর ব্যথার চিকিৎসায় রোগীর লাইফস্টাইল, ব্যথার ধরণ ও প্রয়োজনীয় রিপোর্ট অনুযায়ী পরিকল্পিত চিকিৎসা দিয়ে থাকি। ফিজিওথেরাপি, হালকা ব্যায়াম, ওষুধ ও প্রয়োজনে ব্যথানাশক ইনজেকশনের মাধ্যমেও রোগীকে দ্রুত আরাম দেওয়া হয়।