কপালের মাঝামাঝি বা চোখের ওপরে ব্যথা হলে অনেকেই মনে করেন সাধারণ মাথাব্যথা। কিন্তু এটি সাইনাসজনিত সমস্যাও হতে পারে।
সাইনাসের কারণে হলে ব্যথার সঙ্গে হালকা সর্দি, নাক বন্ধ বা চোখে চাপ অনুভব হতে পারে। আবার মাইগ্রেনের কারণেও এমন ব্যথা হতে পারে যা আলো বা শব্দে আরও বেড়ে যায়।
এই ব্যথার সঠিক কারণ না বুঝে শুধুই পেইনকিলার খেলে সাময়িক উপশম হতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। আমি এমন ক্ষেত্রে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা করে মূল কারণ অনুযায়ী চিকিৎসা দেই—যাতে ব্যথা একেবারেই নির্মূল হয়।